‘ব্রিট অ্যাওয়ার্ডস’-এ সাদা গোলাপে তারকাদের পোশাকি প্রতিবাদ

কর্মক্ষেত্রে যৌন হয়রানির প্রতিবাদে ‘ব্রিট অ্যাওয়ার্ডস’-এ এবার সবাই পোশাকে সাদা গোলাপের পিন গুঁজবেন। গোল্ডেন গ্লোব পুরস্কারে কালো পোশাক-টাইমস আপ পিন ও গ্র্যামি পুরস্কারে সাদা গোলাপ পরার পর এটি হতে যাচ্ছে তৃতীয় কোনো বড় আসরে তারকাদের পোশাকি প্রতিবাদ।

বিভিন্ন অঙ্গনের কর্মজীবীরা কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে জেগে উঠেছেন। তাঁদের মধ্যে পশ্চিমা বিনোদন জগতের মানুষ অনেক এগিয়ে। তাঁরা হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ চালিয়েই যাচ্ছেন। এবার প্রতিবাদে মুখর হয়ে উঠবে ‘ব্রিট অ্যাওয়ার্ডস’। এতে কর্মক্ষেত্রে যৌন হয়রানির প্রতিবাদে শিল্পীরা সাদা গোলাপের পিন গুঁজবেন পোশাকে। ব্রিটিশ সংগীতাঙ্গনের সবচেয়ে বড় পুরস্কারের আসর ব্রিট অ্যাওয়ার্ডস। সম্প্রতি এর আয়োজকদের পক্ষ থেকেই যুক্তরাজ্যের প্রত্যেক মিউজিক কোম্পানিকে সাদা গোলাপের পিন গোঁজার পরিকল্পনাটি লিখে জানানো হয়। শিল্পী, উপস্থাপক থেকে শুরু করে অতিথিরাও যেন সাদা গোলাপের পিন গুঁজে আসেন, সেই অনুরোধ করেন তাঁরা। তবে কেউ পরতে না চাইলে তাতে কোনো বাধ্যবাধকতা রাখেনি ব্রিট অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ।

আগামী ২১ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লন্ডনের ওটু অ্যারেনাতে বসবে এবারের ব্রিট অ্যাওয়ার্ডস আসর।