বাংলাদেশের প্রতি মিয়ানমারের আস্থা বাড়ছে

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আবার কবে সভায় বসবে- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যেভাবে চলছে এটা অব্যাহত থাকবে। এটা যাতে ঘন ঘন হয় সেটাও আমরা বলেছি।’

এখনও রোহিঙ্গা আসছে। এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও ৫০-১০০ এভাবে লোক (রোহিঙ্গা) আসছে, এটাও আমরা বলেছি। তারা সবকিছু স্বীকার করেছেন। বলেছেন, এগুলো তারা বন্ধ করার প্রচেষ্টা নেবেন।’

আজকের বৈঠক নিয়ে বাংলাদেশ সন্তুষ্ট কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা যেভাবে কথা বলে গেছেন, যেভাবে আমাদের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেছেন, যেভাবে আজকের সিদ্ধান্তগুলো হয়েছে, যে ১০টি পয়েন্টে ঐকমত্য হয়েছিল এগুলো যদি পর্যালোচনা করেন তাহলে আমরা মনে করব, আমাদের বিশ্বাস করতে তারা আশ্বস্ত হচ্ছে, হয়তো তারা (রোহিঙ্গাদের) নিয়ে যাবে।’

গত বছরের ২৩ থেকে ২৫ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিয়ানমার সফর করে। সেখানে দুই দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়। পরে ১৯ ডিসেম্বর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়।

গত বৃহস্পতিবার ঢাকা সফরে আসেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী কিয়াও সোয়ে।