আজ নায়ক মান্নার চির বিদায়ের এক দশক

আজ নায়ক মান্নার চির বিদায়ের এক দশক হয়ে হয়ে গেল। ১০ বছর আগে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি দেন জনপ্রিয় এই চিত্র নায়ক।

চির বিদায় নিলেও তাকে ভুলে যাননি তার ভক্তকুল ও সিনেমা অঙ্গনের মানুষরা। মৃত্যুবার্ষিকীর এই দিনে তাকে স্মরণ করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বাদ আসর এফডিসিতে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। স্মরণসভায় মান্নাকে নিয়ে স্মৃতিচারণ করবেন চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘মান্না ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় আজ সকাল থেকে ১০ জন ইমাম এফডিসির মসজিদে কোরআন খতম করেন। বিকালে শিল্পী সমিতির কার্যালয়ে মিলাদ মাহফিল ও গরিব অসহায়দের খাওয়ানোর ব্যবস্থা করেছি।’ এদিকে শনিবার বাদ মাগরিব উত্তরায় মান্নার বাড়ি কৃতাঞ্জলীতে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল হবে। তার স্ত্রী শেলী মান্না জানিয়েছেন, পারিবারিক উদ্যোগে বাসায় স্মরণসভার আয়োজন করা হয়েছে। বাদ মাগরিব মিলাদ ও দোয়া হবে।

‘সিপাহী’, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘আব্বাজান’, ‘রুটি’, ‘দেশদরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘মা-বাবার স্বপ্ন’, ‘হৃদয় থেকে পাওয়া’ ইত্যাদি ছাড়াও আরো অসংখ্য ছবিতে অভিনয় করেছিলেন এই গুণী অভিনেতা।