রোববার আলোচনা সভা করবে আওয়ামী লীগ

আগামীকাল (রোববার) সকাল ১১টায় সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক উপ-কমিটির উদ্যোগে ‘রাজনীতিতে দুর্বৃত্তায়ন এবং দুর্বৃত্ত ও দুর্নীতি মুক্ত রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের আইনবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও জাতীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেবেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com