বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার একাদশ জেলা সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধক ছিলেন দিনাজপুর নাট্য সমিতির অধ্যক্ষ কাজী বোরহান উদ্দিন, প্রধান অতিথি ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ কান্তা রায় রিমি ও সম্মানীত অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির মাতা নাজমা রহিম।

১৬ ফেব্রুয়ারী শুক্রবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান এর সভাপতিত্বে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার একাদশ জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল হক ছুটু, উদীচী জেলা সংসদের সভাপতি রেজাউর রহমান রেজু, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের জেলা কমিটির সভাপতি রবিউল আউয়াল খোকা, কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুল ইসলাম, উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলন প্রস্তুত কমিটির চেয়ারম্যান প্রফেসর অর্চনা অধিকারী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মনোয়ারা সানু।

 

একাদশ জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এম অব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ কান্তা রায় রিমি বলেন, নারীর প্রতি সর্বপ্রকার শোষন, বৈষম্য প্রতিরোধ ও বিলপের লক্ষ্যে অর্ধ শতাব্দি ধরে অধিকারভিত্তিক একটি দৃষ্টিভঙ্গী নিয়ে ধারাবাহিক ও ক্লান্তিহীন প্রচেষ্টা চালিয়ো যাচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিটি স্তরের কর্মীবৃন্দ। এর ফলে দেশব্যাপী বিস্তৃত সংগঠনের মাধ্যমে মহিলা পরিষদ অর্জন করেছে বিপুল অভিজ্ঞতা গড়ে তুলেছে নিজস্ব বৈশিষ্ট্য।

অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার একাদশ জেলা সম্মেলন ২০১৮’র উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক নাট্য সমিতির অধ্যক্ষ কাজী বোরহান। এরপর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে একাদশ জেলা সম্মেলন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর প্রতিনিধি