ফের শীর্ষে জার্মানি

গত মাসে অল্প কিছু আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, বড় দলগুলো এর বাইরেই ছিল। যে কারণে ফিফার নতুন র‍্যাংকিংয়েও শীর্ষ সারির দলগুলোর অবস্থানে কোনো হেরফের নেই নতুন র‍্যাংকিংয়ে। যথারীতি জার্মানি শীর্ষস্থান ধরে রেখেছে, ব্রাজিল দ্বিতীয় স্থানে, ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল তৃতীয়।

শীর্ষ বিশে শুধু আইসল্যান্ড দুই ধাপ এগিয়ে ১৮তম স্থানে, গত মাসে দুটি প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়াকে ৬-০ ও ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। আইসল্যান্ড পরের ম্যাচ খেলবে মার্চে উত্তর আমেরিকায় সবচেয়ে এগিয়ে থাকা মেক্সিকোর (১৭তম) বিপক্ষে। ২৩তম স্থানে থাকা তিউনিসিয়া আফ্রিকায় সবচেয়ে এগিয়ে, এশিয়ায় এগিয়ে ইরান (৩৩তম)।

১৯৭-এ নেমে যাওয়া বাংলাদেশ আছে আগের এই অবস্থানেই। গত মাস তো নয়, গত প্রায় দেড় বছর ধরেই কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ জাতীয় দল। বিশ্বকাপের দলগুলোর মধ্যে র‍্যাংকিংয়ে সবচেয়ে পিছিয়ে স্বাগতিক হওয়ার সুবাদে এই আসরের টিকিট পাওয়া রাশিয়া। ৬১তম স্থানে তারা।