ছয় ইঞ্চি্র ফোন নিয়ে বাজারে শাওমি

অবশেষে বাজারে এলো শাওমির ৬ ইঞ্চি ডিসপ্লের ফোন। এটি রেডমি নোট ফাইভ। বিশ্ব ভালোবাসা দিবসে ফোন এশিয়ার বাজারে আত্মপ্রকাশ করেছে।

ফোনটিতে রয়েছে বিশেষ বেজেল-লেস ডিজাইন।অর্থাৎ, সহজ করে বললে এই স্মার্টফোনটির ডিসপ্লে জুড়ে পুরোটাই মূল স্ক্রিন, চারপাশে কোনও প্লাস্টিক বা ধাতবের আবরণ নেই। ফোনটির ব্যাটারিও বেশ শক্তিশালী, ৪০০০ এমএএইচের। তরুণ প্রজন্মের গ্রাহকদের কথা মাথায় রেখে এই ফোনের ক্যামেরা ১২ মেগাপিক্সেলের করা হয়েছে। বিশেষ এইচডিআর অ্যালগরিদমের জন্য সাধারণ ছবিও এই ফোনে তুললে বেশ ভাল দেখতে লাগবে বলে দাবি শাওমির।

যথারীতি, নোট ফাইভের দুটি ভেরিয়েন্ট বাজারে আসছে। একটি ৩ জিবি+৩২ জিবি র‍্যাম ও অপরটির ৪ জিবি+৬৪ জিবি ভেরিয়েন্ট।

শাওমি নোট ফাইভের প্রো মডেলটি বাজারে এনেছে। স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর সমৃদ্ধ এই স্মার্টফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা(১২+৫ মেগাপিক্সেল)। এটিরও দুটি ভেরিয়েন্ট আনা হয়েছে। দু’টিরই ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি হলেও র‍্যাম আলাদা। একটি ৪ জিবির ও অপরটি ৬ জিবির। চারটি আকর্ষণীয় রংয়ে পাওয়া যাচ্ছে মডেল দু’টি।