গান গাওয়ার পাশাপাশি এবার উপস্থাপনায় আইয়ুব বাচ্চু!

দেশের অন্যতম ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু। গান গাওয়ার পাশাপাশি এবার উপস্থাপনায় নামছেন এ তারকা। অনুষ্ঠানের নাম ‘আর জেনারেশন’।

দেশের মেধাবী তরুণ ব্যান্ড মিউজিশিয়ানদের বিশ্বের সঙ্গীতপ্রেমীদের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই শুরু হচ্ছে অনুষ্ঠানটি। এখন টেলিভিশনে তরুণ ব্যান্ডদলের কোনো প্লাটফর্ম নেই তাদের সুযোগ ও সুবিধা করে দেয়ার জন্যই এমন উদ্যোগ হাতে নেয়া হয়েছে।

আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ব্যান্ড মিউজিক্যাল শো ‘আর জেনারেশন’ টেলিভিশনএ প্রচার শুরু করা হবে। এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ব্যান্ড শিল্পীদের যে সুযোগটি করে দিয়েছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। তরুণ এ ব্যান্ড দলগুলো অসাধারণ পারফরমেন্স করেছে।

অনুষ্ঠানটি করতে গিয়ে নতুনদের কাছে আমি নিজেও অনেক কিছু শিখেছি। আমার মনে হয়েছে এই জিনিসটা তো আমার আগেই শেখা এবং করা দরকার ছিল।’ এ অনুষ্ঠানে ২৬টি ব্যান্ড দল অংশ নেবে। এর মধ্যে ঢাকা থেকে ১০টি, চট্টগ্রাম থেকে ১০টি, খুলনা থেকে ২টি, রাজশাহী থেকে ২টি এবং সিলেট থেকে ২টি নতুন ব্যান্ড অংশগ্রহণ করবে।