প্রশ্ন ফাঁস ঠেকাতে বন্ধ মোবাইল ইন্টারনেট!

প্রশ্ন ফাঁস ঠেকাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নির্দেশনায় ৩০ মিনিটের বেশি সময় বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট।

রবিবার এসএসসির আইসিটি বিষয়ক পরীক্ষা শুরুর সময় মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নিশ্চিত করেছে বিভিন্ন মোবাইল অপারেটর ও বিটিআরসি সূত্রগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির একজন কর্মকর্তা জানান, রবিবার পরীক্ষা শুরুর আগে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখতে মোবাইল অপারেটরগুলোকে নির্দেশ দেয়া হয়েছিল। সেই নির্দেশ মতই মোবাইল অপারেটরগুলো ইন্টারনেট বন্ধ রাখে।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com