পতিতাদের জন্য পরিবার নিয়া বাড়ি ছাড়ছেন শহিদ কাপুর!

‘পদ্মাবত’ খ্যাত অভিনেতা শহিদ কাপুর। পতিতাদের কারণে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন। পরিবার নিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাচেলর অবস্থাতেই মুম্বাইয়ের জুহুতে সমুদ্র তীরবর্তী একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন শহিদ। মিরা রাজপুতকে বিয়ের পর সেখানেই বসবাস করছেন তারা।

শহিদের এই অ্যাপার্টমেন্টটি জুহুর তারা রোডে অবস্থিত। সেখানে অনেক আগে থেকেই পতিতাদের আনাগোনা। তবে এখন এর মাত্রা বেড়ে গেছে। এ অভিনেতার বাড়ি থেকে সমুদ্র সৈকত আধা কিলোমিটার দূরে অবস্থিত হলেও তার বাড়ির সামনেই অবস্থান করছে পতিতারা।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘কিছু সংখ্যক নির্দিষ্ট পতিতা সমুদ্রতীরে দাঁড়িয়ে থাকে, যা শহিদের বাগানের কাছেই। এটি খুবই বিব্রতকর এবং এর কোনো সমাধানও নেই। প্রতিদিনের ব্যাপার হয়ে গেছে।’

এদিকে এর সমাধান হিসেবে জুহু ছেড়ে মুম্বাইয়ের বাদ্রায় চলে যেতে চাইছেন শহিদ-মিরা। শোনা যাচ্ছে, রণবীর কাপুর যেখানে থাকেন সেই এপার্টমেন্ট  কমপ্লেক্সে বাড়ি খুঁজছেন তারা।