‘সরকারের উচিত নিজ দলের চোর-ডাকাতদের বিচার শুরু করা’
দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জনকে জরিমানা ও কারাদণ্ডের পর এখন সরকারি দলের দুর্নীতিবাজ ও চোর-ডাকাতদের বিচার শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে তিনি একথা বলেন।
ফেসবুক পেজে গণজাগরণ মঞ্চের আলোচিত ও সমালোচিত এ মুখপাত্র বলেন, ‘সরকারের এখন উচিত নিজেদের দলের চোর-ডাকাতদের বিচার করা। যারা হাজার হাজার কোটি টাকা নানাভাবে লুটপাট করেছে। যারা বিগত ৯ বছরে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে।’ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। তারেক রহমানসহ এই মামলার বাকি আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন। ৬৩২ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়েন বিচারক। বয়স বিবেচনায় খালেদা জিয়ার সাজা পাঁচ বছর কমানো হয়েছে। অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ডের পাশাপাশি দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।
৪০৯ ও ১০৯ ধারা মোতাবেক আসামিপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেয়। রায়ে খালেদা জিয়া বিনাশ্রম ও অন্য পাঁচ আসামি সশ্রম কারাদণ্ড ভোগ করবেন বলে জানিয়েছে আদালত।