ময়মনসিংহে ট্রেনে আগুন!

ময়মনসিংহ রেলওয়ে জংশনে চট্টগ্রামমুখী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে বগিটির ক্ষতি হলেও এতে কেউ আহত হয়নি। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ রেলস্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ জিআরপি’র ওসি আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, চট্টগ্রামমুখী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কোনো অঘটন ঘটেনি। যাত্রীবাহী বগির একটি আসনের কিছু অংশ পুড়ে গেছে। আগুন দেখে সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয়। পুলিশ এ ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি।

ওসি আব্দুল মান্নান আকন্দ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বগিতে কেউ কেরোসিন ঢেলে ম্যাচের কাঠি দিয়ে আগুন দিতে চেয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।