ভিড় ঠেলে এগিয়ে যেতে থাকে খালেদা জিয়ার গাড়িবহর

গুলশানের বাসভবন ফিরোজা থেকে বকশীবাজারের বিশেষ আদালতের পথে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় শুনতেবেলা পৌনে ১২টায় রওনা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এর কিছুক্ষণ পর মোটরসাইকেল ও মাইক্রোবাসে দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে যোগ দেন।

খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের গাড়িও যুক্ত হয়। নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তায় খালেদা জিয়াকে আদালতের উদ্দেশে নেয়া হয়।

বিএনপির মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, রায় শুনতে বিএনপি চেয়ারপারসন বেলা পৌনে ১২টার দিকে বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পর দলীয় নেতাকর্মীরা গাড়িবহরের সঙ্গে যুক্ত হন।

মগবাজারের গাড়িবহরের সঙ্গে যুক্ত হলেন বিএনপির হাজারো নেতাকর্মী মগবাজার মোড়ে খালেদা জিয়ার গাড়িবহর পৌঁছালে সেখানে যুক্ত হন বিএনপির হাজারো নেতাকর্মী। গাড়িবহরের সামনে মিছিল করায় এ সময় খালেদা জিয়ার গাড়ির গতি কমিয়ে দেয়া হয়। ধীরে ধীরে ভিড় ঠেলে এগিয়ে যেতে থাকে খালেদা জিয়ার গাড়িবহর।

খালেদা জিয়ার গাড়িবহর হলি ফ্যামিলি হাসপাতালের মোড় পার হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ। এ সময় সেখানে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

কাকরাইল মোড় থেকে মৎস্য ভবন মোড়ে খালেদা জিয়ার গাড়িবহর আসার আগেই বহরের অগ্রবর্তী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা জবাবে টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশের ধাওয়ায় পিঁছু হটে বিএনপির নেতাকর্মীরা। এ সময় সেখান থেকে একজনকে আটক করা হয়।

খালেদা জিয়ার গাড়িবহর বেলা ১টা ৪০ মিনিটের দিকে বকশিবাজার মোড় অতিক্রম করে। এ সময় নির্দিষ্ট কিছু গাড়ি ছাড়া সব গাড়ি আটকে দেয়া হয়। বেলা পৌনে ২টার দিকে খালেদা জিয়া আদালত প্রাঙ্গণে পৌঁছান।

বাসা থেকে রওনা দেয়ার খবরে বকশী বাজার ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।