প্রকাশিত হয়েছে ‘আমি নেতা হবো’ এর প্রথম অফিসিয়াল পোস্টার

ফের পোস্টারে এলেন নেতা শাকিব। ‘রাজনীতি’ চলচ্চিত্রের পোস্টারে শাকিব খানকে দেখা গেছে রাজনৈতিক নেতার লুকে দাঁড়িয়ে থাকতে। বুধবার প্রকাশিত হয়েছে ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রের প্রথম অফিসিয়াল পোস্টার।

শাকিব খান অভিনীত এ বছরের প্রথম ছবি ‘আমি নেতা হব’। চলচ্চিত্রটি পরিচালনা করছেন উত্তম আকাশ। ‘নেতা নয়, নীতির প্রশ্নে—দল নয়, সমাজের স্বার্থে; সমাজের যোগ্য সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নেতা হবো’ এমনই অঙ্গীকার করেছেন ঢাকাই কিং শাকিব খান।

তবে বাস্তবে নয়, সিনেমাতে দর্শকদের উদ্দেশ্যে এমনই এক সংলাপ দেন শাকিব খান। ছবিতে নেতা হয়ে হাজির হবেন তিনি। তবে কোন দলের নেতা হবেন শাকিব খান? এমন প্রশ্নের ধাঁধা এখন দর্শকদের মাথায়। অন্যদিকে পুরো ঢাকার বিভিন্ন জায়গায় ভরে গেছে এমন ডায়ালগের পোস্টার।

পোস্টারে শাকিব খানকে দেখা যাচ্ছে সাদা পাঞ্জাবীতে রাজনৈতিক নেতার মতো আঙুল তুলে ভাষণ দিচ্ছেন।পোস্টারে যখন এমন কথা, তখন তো সবাই কানাকানি করবেই। সেখানে প্রযোজক সেলিম খান সন্দেহ দূর করে বলেন, ‘ছবির মুক্তিকে কেন্দ্র করেই এমন পোস্টার করা হয়েছে।’

পোস্টার নিয়ে সেলিম খান আরোও বলেন, ‘আমরা এখন যে পোস্টারটি দিয়েছি, এটি আমাদের ছবির প্রচারের অংশ। এরই মধ্যে পোস্টারটি সবার নজর কেড়েছে। আশা করি, ছবিটি সবার ভালো লাগবে। আমরা এরই মধ্যে ছবিটি বুকিং শুরু করেছি। সবকিছু মিলে দেড়শ হলে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে। তবে দেশের বড় সব হলে ছবিটি মুক্তি পাবে।’

নির্মাতা বলেন, “এর আগে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টার দেখা গিয়েছিল যেটা মোবাইলে তুলে কেউ হয়ত ছেড়েছে। কিন্তু এই পোস্টারটি অফিসিয়াল। এরপর আরো পোস্টার আছে, যেগুলো ধীরে ধীরে প্রকাশ করা হবে।”

ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রযোজক সেলিম খান বলেন, “১৬ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির আগে আরো পোস্টার ছাড়া হবে। সেগুলোতে শাকিব-মিম ছাড়াও অন্যান্য শিল্পীদের রাখা হয়েছে