নিরাপত্তার কারণে এখনো আদালতে পৌঁছাননি বিএনপি চেয়ারপার্সন খালেদা

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে আদালতের উদ্দেশ্যে বের হয়েও নিরাপত্তার কারণে আবার বাসায় ফিরে যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বেলা সোয়া ১১টার দিকে তার গুলশানের বাসভবন থেকে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু নিরাপত্তা নিশিত করতে আবার তিনি বাসায় ফিরে যান। তারপর তাঁর গাড়িবহর ১১ঃ৫০ মিনিটে আবার আদালতের উদ্দেশ্যে রওনা দেয়। এরই মধ্যে সকাল ৯টা ৫৫মিনিটে খালেদা জিয়ার হাজিরা আদালতে জমা দিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

 

আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান।