খালেদার জন্য কাঁদলেন সঙ্গীতশিল্পী বেবী নাজনীন

বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া‌র রায় ঘোষণার আগের দিন সাক্ষাত করতে গি‌য়ে কান্না ধরে রাখতে পারেননি দ‌লের সহ আন্তর্জা‌তিক বিষয়ক সম্পাদক ও জন‌প্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

৭ ফেব্রুয়ারি বুধবার রাত ৯টার দি‌কে খা‌লেদা জিয়া গুলশা‌নের রাজ‌নৈ‌তিক কার্যালয় থে‌কে বাসভবন ফি‌রোজা’য় রওয়ানা দেওয়ার সময় এই ঘটনা ঘ‌টে।

সাধারণত খা‌লেদা ‌জিয়া প্রতিদিন যে সময়ে কার্যালয়ে আসেন বুধবার বি‌কে‌লে সংবাদ সম্মেলন করায় সে নিয়মের ব্যত্যয় ঘটে। তি‌নি রাত ৯টার দিকে বাসভবন ফিরোজার দিকে রওয়ানা হন। তখন কার্যালয়ে একটু ব্য‌তিক্রমী দৃশ্যই তৈরি হলো। নিচ তলার সিঁড়ির কাছ থেকেই সিনিয়র নেতারা তাকে সালাম দিয়ে বিদায় দেন।

এসময় খালেদা জিয়া যখন কার্যালয় ত্যাগ করছিলেন তখন গাড়ির পিছু-পিছু হেঁটে গেট পর্যন্ত আসেন বেবি নাজনীন। খালেদা জিয়ার গাড়ি চলতে শুরু করে। এ সময় বেবী নাজনীন অশ্রু সংবরণ করতে পা‌রে‌ননি। অশ্রু‌ সিক্ত চোখে তাকি‌য়ে থা‌কেন খা‌লেদা জিয়ার প‌থের দি‌কে।

বুধবার বিকেল পৌনে ৬টার দিকে সংবাদ সম্মেলন শেষ করে দু’তলায় নিজের নির্ধারিত কক্ষে বসেন খালেদা জিয়া। এরপর দ‌লের সিনিয়র নেতাদের সঙ্গে আগামী‌ দি‌নের করণীয় ও কৌশল নিয়েও আলোচনা করেন তিনি।

অন্যান্য দিনের মতো দ‌লের নেতারা বিদায় জানালেও বুধবার ছিলো কিছুটা ব্যতিক্রম। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অন্যরা বিদায়ী শুভেচ্ছা জানান। খালেদা জিয়াও গাড়িতে ওঠে আসনে বসে উপস্থিত সবাইকে উদ্দেশ্যে করে সালাম দেন।