ইসরায়েলের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু করছে ভারত
ইসরায়েলের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু করতে যাচ্ছে ভারত। এক্ষেত্রে সৌদি আকাশসীমা ব্যবহার করা হলে বিমান যাত্রায় সময় কমবে আড়াই ঘণ্টা। ফলে ভারতের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার পক্ষ দিল্লি তেল আবিব যেতে সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে। এরইমধ্যে সে অনুমতি মিলেছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।
দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য এয়ার ইন্ডিয়াকে সাড়ে সাত লাখ ইউরো অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মার্চ সপ্তাহে তিনবার দিল্লি-তেল আবিব রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে তারা। এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হয়েছে। তবে সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়ার ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিমান সংস্থাটি।
উল্লেখ্য, অধিকাংশ মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ায় ইসরায়েলমুখী বিমানগুলো এসব দেশের আকাশসীমা ব্যবহার করতে পারে না। ফলে ঘুরপথে দীর্ঘ সময় নিয়ে দেশটিতে পৌঁছাতে হয় এসব বিমানকে। তবে সৌদি আকাশসীমা ব্যবহারে অপেক্ষাকৃত কম সময়ে ইসরায়েলে পৌঁছাতে পারবেন ভারতীয় যাত্রীরা। মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, গত জানুয়ারিতে ইসরায়েলি বিমান সংস্থা ইওয়ান এওয়ান-এর সঙ্গে চুক্তিতে উপনীত হয় ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
ওই চুক্তিতে ভারতের রাজধানী দিল্লি এবং ইসরায়েলের তেল আবিব শহরের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর কথা বলা হয়েছে। তবে এজন্য সৌদি আরবের আকাশসীমা ব্যবহার প্রয়োজন হওয়ায় বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় ছিলেন সংশ্লিষ্টরা।
এখন সৌদি কর্তৃপক্ষের অনুমোদনের ফলে আগামী মার্চ সৌদি আকাশসীমার ওপর দিয়ে ইসরায়েলমুখী ফ্লাইট পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া। ইতোপূর্বে সৌদি আরবের পক্ষ দেশটির আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল যাওয়ার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা ছিল। এমনকি ইসরায়েল সফরে যাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টদেরও নিজ দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি দেশটি। ফলে বিকল্প পথে ইসরায়েল যেতে হয়েছে তাদের। তবে সাম্প্রতিক সময়ে দৃশ্যত ইসরায়েলের ব্যাপারে দৃষ্টিভঙ্গি বদলেছে রিয়াদের।
গত বছর যুক্তরাজ্য সরাসরি ইসরায়েল সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জামাতা ইহুদি ধর্মাবলম্বী জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সুসম্পর্ক রয়েছে।