বিক্ষোভের মুখে খালেদার গাড়ি, আদালতে পৌঁছানো অনিশ্চিত

মগবাজার রেল ক্রসিংয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহর বিক্ষোভের মুখে। আদালতে এখনো পৌঁছাতে পারেননি তিনি। বিপুল পরিমাণে বিএনপি নেতা সেখানে উপস্থিত রয়েছেন।

বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। এদিকে রায় শুনতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু আদালতে এখনো পৌঁছাতে পারেননি খালেদা জিয়া। মগবাজার রেল ক্রসিংয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহর বিক্ষোভের মুখে। আদালতে এখনো পৌঁছাতে পারেননি তিনি। বিপুল পরিমাণে বিএনপি নেতা সেখানে উপস্থিত রয়েছেন। তাদের স্লোগানে মুখরিত হচ্ছে চারিদিক।

যে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। আতঙ্ক দেশজুড়ে।