আদালত পথে বাঁধার সম্মুখীন খালেদা জিয়া!

আদালতে পৌঁছানোর পথে নানা ধরনের বাঁধার সম্মুখীন হচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এই মাত্র পাওয়া খবরে জানা যায় যে, রমনা মৎস্য ভবনের সামনে আটকে আছে তাঁর গাড়িবহর

কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এছাড়া মোটর সাইকেলে আগুন দেয়া হয়। এতে বিএনপি নেতাকর্মী ও পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলেও জানা যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানো গ্যাস ছোঁড়ে।

এছাড়া মগবাজার রেল ক্রসিং পার হয়ে আসার সময়ও বেগম খালেদা জিয়ার গাড়িবহর বিক্ষোভের মুখে পড়ে। বিপুল পরিমাণে বিএনপি নেতা সেখানে উপস্থিত রয়েছেন। তাদের স্লোগানে মুখরিত হচ্ছে চারিদিক।