আজও সাদা রঙের চেয়ারটিতেই বসবেন খালেদা জিয়া

রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত সকলের অপেক্ষা কখন বেগম খালেদা জিয়া আদালতে এসে বসবেন তাঁর সেই সাদা রঙের চেয়ারটিতে।

দুইবারের প্রধানমন্ত্রী আদালতে যে চেয়ারে বসেন তা কেমন হয়, সেটি অনেকেই জানেন না। মেরুন রঙের গদি বসানো কাঠের সাধারণ চেয়ার। নিচে একই রঙের ম্যাট। চেয়ারের সামনে একটি টেবিল, তার উপর সাদা রঙের পর্দা বিছানো। তিনি আরও অনেক দিন এ চেয়ারে বসেছেন। আজও তিনি আদালতে রাখা সাদা রঙের চেয়ারটিতেই বসবেন। কিন্তু আজকের বসাটা একটু ব্যতিক্রম। আজ তার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

খালেদা জিয়া নিয়মিত এখানে বসেই শুনানিতে অংশ নিয়েছেন। পশ্চিমমুখী এজলাসে বিচারক বসেন পূর্বমুখী হয়ে। আর উত্তর পাশে খালেদা জিয়ার জন্য রাখা সাদা রঙের চেয়ার। পূর্ব দিকে লম্বা টেবিলে অপেক্ষাকৃত সিনিয়র ও দক্ষিণ দিকে জুনিয়র আইনজীবীরা বসেন।

উল্লেখ্য, আজ ৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন।