অজানা আতঙ্কে গোটা রাজধানী!
অজানা এক আতঙ্কে আছে সারা দেশ। কাল রাত থেকেই থম্থমে হয়ে আছে রাজধানী ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। দুদকের দায়ের করা এই মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমান। দোষী সাব্যস্ত হলেই শাস্তি অনিবার্য। তাই রায় কী হয়, তা জানতে সবার চোখ এখন আদালতের দিকে। দণ্ড দিয়ে রায় হলে এর পরবর্তী অবস্থা কী হবে—এ নিয়েও জনমনে রয়েছে তীব্র উদ্বেগ-উৎকণ্ঠা।
যখন দেশে সব দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলা হচ্ছে, ঠিক তার আগে মাঠের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলার রায়ের মুখোমুখি হতে হচ্ছে আজ। সাম্প্রতিক বছরগুলোতে কোনো মামলার রায় নিয়ে এ ধরনের থমথমে পরিস্থিতি সৃষ্টি হতে দেখা যায়নি। রায় ঘোষণাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আজ রাজধানী ঢাকায় সব ধরনের জমায়েত ও মিছিল নিষিদ্ধ করেছে। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তোড়জোড় চলছে আদালতসহ স্পর্শকাতর এলাকাগুলোতে।
আজকের এই দিনটি সামনে রেখে কয়েক দিন ধরেই ঢাকাসহ সারা দেশে গণগ্রেপ্তার চলেছে। গতকাল রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। ঘন ঘন টহল দিচ্ছিল র্যাব-পুলিশ। তারা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে। এরই মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে রাজধানীর আবাসিক হোটেলগুলো খালি করা হয়েছে। ঢাকার প্রবেশপথগুলোতেও র্যাব-পুলিশের ব্যাপক তল্লাশি চালানো হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিএনপির নয়াপল্টন ও গুলশান কার্যালয়ের সামনে।
রায়ে সাজার আশঙ্কায় চরম উদ্বেগে রয়েছে বিএনপি। দলটির নেতাকর্মী ও সমর্থকরা দলীয় প্রধান খালেদা জিয়া ও দলের নিরাপত্তা—সব কিছু নিয়েই উদ্বিগ্ন। খালেদা জিয়ার তরফ থেকেও দেখা গেছে উদ্বেগের প্রকাশ। তিনি দফায় দফায় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে তাঁর অনুপস্থিতিতে করণীয় নির্ধারণ করেছেন। দিয়েছেন নেতাকর্মীদের দিকনির্দেশনা। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে ন্যায়বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন খালেদা জিয়া। তিনি যেকোনো পরিস্থিতিতে মাথা নত না করার সংকল্প ব্যক্ত করেছেন। বিএনপির পক্ষ থেকে আজ শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানা যায়। খালেদা জিয়ার কিছু হলে সম্ভাব্য শান্তিপূর্ণ প্রতিবাদের প্রস্তুতি রয়েছে দলটির নেতাকর্মীদের।
এদিকে রায় ঘিরে বিএনপির সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগও সতর্ক।