স্বাধীনতার পর দেশ এখন বড় সংকটেঃ ফখরুল
নির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতার পর দেশ এখন বড় সংকটে রয়েছে। মানুষের এখন মৌলিক অধিকার নেই। সরকারের হাত প্রতিবাদী মানুষের হাতের রক্তে রঞ্জিত। জুলুমবাজ এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
আজ বেলা ১১টা ৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লা মেরিডিয়েন হোটেলে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানানদলীয় নেতারা। তারপর তাঁকে সভাকক্ষে নিয়ে যাওয়া হয়। মঞ্চে তাঁর পাশে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন। পরে কুরআন তেলাওয়াতের মাধ্যমে নির্বাহী কমিটির সভা শুরু হয়।
এরপর শোক প্রস্তাব উপস্থাপন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শোক প্রস্তাব উপস্থাপন শেষে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এর পরই লন্ডনে থাকা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার করা হয়।