বাংলা সিনেমায় বৃটিশ অভিনেত্রী সেলিন বেরান
বাংলা ছবি ‘যদি একটু সময় পেতাম’- এ অংশ নিতে সুদূর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছেন বৃটিশ অভিনেত্রী ও মডেল সেলিন বেরান। ছবিতে নায়কের চরিত্রে আছেন বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস এবং নায়িকার চরিত্রে থাকছেন সেলিন বেরান।
গতকাল বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবে ‘যদি একটু সময় পেতাম’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। মহরত অনুষ্ঠানে সেসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্প সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, কণ্ঠশিল্পী কণা, চলচ্চিত্র নায়ক সায়মন সাদিক, নায়ক ইমন, চিত্রনায়ক ফেরদৌস, সেলিন বেরান সহ আরো অনেকেই।
এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ফোর মোশন পিকচার্স। এটি যুক্তরাজ্যে বসবাস করা কয়েকজন বাঙালি ব্যবসায়ীর ছবি নির্মাণ প্রতিষ্ঠান। ফেরদৌস ও সেলিনকে নিয়ে তাঁরা প্রথম ছবি নির্মাণ করছেন। ছবিটি পরিচালনা করবেন জি এম ফারুক। এরই মাঝে ছবিটির কিছু টেষ্ট শ্যূট ধারণ করা হয়েছে। এই ছবিটির সম্পূর্ণ চিত্র ধারণ করা হবে ইংল্যান্ডে।
এই সিনেমার মধ্য দিয়ে বিশ্ব সিনেমা বাজারে বাংলা সিনেমার অবস্থান আরো শক্ত হবে বলে ধারণা করছেন কলাকুশলীরা।