সুকন্যা তিথির ক্লাসিক্যাল ফিউশনাল ব্যান্ড ‘অ্যালয়’

সঙ্গীত জগতের এক অনন্য নাম সুকন্যা মজুমদার ঘোষ তিথি। তৌকির আহমেদ এর ‘অজ্ঞাতনামা’ আন্তর্জাতিক ভার্সন এর টাইটেল গান টি করে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। ‘হালদা’ ছবির কিছু গানে জয় করেছেন হাজারো মানুষের মন। ভক্তদের বহুদিনের অভিযোগের ইতি ঘটিয়ে সুকন্যা তিথি শুরু করেছেন তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এবার ভক্তদের জন্য নতুন চমক নিয়ে সুকন্যা তিথি শুরু করেছে তার নিজস্ব ব্যান্ড ‘অ্যালয়’।

চলচিত্রে তার গানের মহিমা ছড়িয়ে দিলেও একক কোন এ্যালবামে এখন পর্যন্ত দেখা যায়নি সুকণ্ঠি এই শিল্পিকে। তার নিজের গাওয়া বেশ কটি গান মন ছুঁয়েছে হাজারো দর্শকের। তার গানে মোহিত হয়ে একক ভাবে সুকন্যা তিথির গান শোনার দাবি জানিয়েছে অনেক ভক্তরাই। ভক্তদের দাবি রাখতেই ‘একি সোনার আলোয়’ গানের মাধ্যমে নতুন বছরের শুরুতেই শুরু করেছেন নিজের প্রথম অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এবং দর্শকদের দাবিতেই সম্প্রতি তৈরি হয়েছে সুকন্যা তিথির নিজস্ব ব্যান্ড ‘অ্যালয়’। সুকন্যা তিথির সাথে ‘অ্যালয়’ ব্যান্ড এ সদস্য হিসেবে রয়েছেন শুভ, জিকো, আদনানুল হক আদনান ও শায়ন।

গত ২৬ এ জানুয়ারি থেকে ৫ সদস্যকে নিয়ে ‘অ্যালয়’ ব্যান্ড এর পথচলা শুরু। অন্যান্য ব্যান্ডের থেকে ‘অ্যালয়’এর বিশেষত্ব হল এটি বাংলাদেশের অন্যতম ক্লাসিক্যাল ফিউশনাল ব্যান্ড। ‘অ্যালয়’এর এই নতুন পথচলায় নতুন কিছু নিয়ে নতুন ভুবনে সুকন্যা ভক্তদের জন্য থাকছে নতুন অনেক উপহার।