ফরিদপুরে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত

ফরিদপুরে মাটিবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রবিবার (২৮জানুয়ারী) সকাল সোয়া নয়টার দিকে ফরিদপুরের কানাইপুর ধোপাডাঙ্গা-চাঁনপুর আঞ্চলিক সড়কের কোশাগোপালপুর এলাকায় স্কুলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাম মির্জা মো. জাহাঙ্গীর হোসেন। সে সদর উপজেলার চাঁনপুর ইউনিয়নের চতর গ্রামের সাদেক মোল্লার ছেলে। তিনি কানাইপুর কোশাগোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ।

কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন জানান, মোটরসাইকেল যোগে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটির ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ সময় চালক পাঁলিয়ে যায়।

স্কুলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি