কুড়িগ্রামে মাদক বিরাধী র্যালী অনুষ্ঠিত
‘মাদক নয় মাঠে চলো, খেলাধুলায় শিক্ষা গড়’ এই শ্লোগানে কুড়িগ্রামে মাদক বিরোধী এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকালে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা প্রশাসক গোল্ডকাপ ফাইনাল খেলা উপলক্ষ্যে এই র্যালী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবানসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালীতে অংশ নেয়।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]
মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি