‘এতিমের টাকা মেরে পার পাবেন না, ভুতের সরকারও এদেশে হবেনা’

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন এতিমের টাকা মেরে পার পাবেন না। আদালতে আপনার বিচার হচ্ছে। আদালতের উপর আস্থা থাকলে বিচারে আদালত যে, রায় দিবে তা আপনাকে মানতে হবে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি জামাতের আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ ও তেতুল হুজুরদের প্রতিরোধ করতে হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষকে অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে। এজন্য ১৪ দল, মহাজোট এর উপর আস্থা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি সহায়ক সরকারকে ভুতের সরকার বলে উল্লেখ করে জানান, ভুতের সরকার দিয়ে দেশে কোন নির্বাচন হবেনা। হতে দেয়া হবেনা।

রবিবার বিকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর হাইস্কুল মাঠে দৌলতপুর উপজেলা জাসদের সভাপতি ছহির উদ্দিন এর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় জনসংযোগ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর জাসদের সাধারণ সম্পাদক শরিফুল কবীর স্বপন। আরো বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রোকনউজ্জামান রোকন, আব্দুল আলীম স্বপন, গোলাম মহসীন, মোহাম্মদ আবদুল্লাহ, কাজী সালমা সুলতানা, জাসদ নেতা অসিত সিংহ রায়, নুরুর রহমান, আতিয়ার রহমান ও আশরাফুল ইসলাম নান্নু প্রমুখ।

জহুরুল হক, কুষ্টিয়া প্রতিনিধি