‘সিনেমায় যৌনতা’ শীর্ষক একটি অনুষ্ঠানে মুখ খুললেন শ্রুতি!
হায়দরাবাদ শহরে ‘সিনেমায় যৌনতা’ শীর্ষক একটি অনুষ্ঠানে কানাড়া ছবির প্রথম সারির অভিনেত্রী শ্রুতি হরিহরণ নিজের অভিজ্ঞতার কথা বলেন। এতে সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত আরও অনেকে নিজেদের অভিজ্ঞতার কথা জানান।
২৯ বছর বয়সী শ্রুতি বলেন, ‘১৮ বছর বয়সে প্রথম কানাড়া ছবি করার সময় আমি কাস্টিং কাউচের শিকার (যৌন হয়রানি) হয়েছিলাম। এতে আমি এত ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে কেঁদে ফেলেছিলাম। বিষয়টি আমার নৃত্য কোরিওগ্রাফারকে জানালে সে বলেছিল, এসব সামলাতে না পারলে সিনেমা ছেড়ে দাও।’
শ্রুতি আরও বলেন, ‘ওই ঘটনার চার বছর পর আরেকটি ঘটনা ঘটে। তামিল সিনেমার স্বনামধন্য এক প্রযোজক আমার করা একটি কানাড়া ছবির স্বত্ব কিনে নেন। তিনি আমাকে একই চরিত্রটি তামিল রিমেকে করার প্রস্তাব দেন। তিনি আমাকে বলেন, ‘আমরা এ ছবিতে মোট পাঁচজন প্রযোজক। আমরা তোমার সঙ্গে যা ইচ্ছে করব’। তার উত্তরে আমি বলেছি যে আমি সবসময় হাতে স্যান্ডেল নিয়ে ঘুরি। ওই ঘটনার পর অনেক প্রযোজকই আমাকে জিজ্ঞেস করেন যে আমি সত্যিই সে কথাটি বলেছি কী না। ঘটনাটি জানাজানি হওয়ার পর আমার কাছে তামিল ছবি থেকে ভালো প্রস্তাব আসা বন্ধ হয়ে যায়।’