ঢাকা-আরিচা মহাসড়কে রিকশাচালকের মৃতদেহ!
ঢাকার ধামরাই উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পা বাঁধা অবস্থায় এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কালামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধামরাই থানার পুলিশ বলছে, আজ (সোমবার) সকালে রিকশার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার দিনগত রাতের কোনো এক সময় শত্রুতার জেরে এ রিকশাচালককে হত্যা করা হয়েছে। তবে নিহতের পরিচয় ও নাম জানা যায়নি। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হামপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]dailymail24.com