পঞ্চগড়ে ৫টি নিষিদ্ধ বোমা মেশিন সরঞ্জামসহ ভেঙ্গে জ্বালিয়ে দেয় ভ্রাম্যমান আদালত

বাংলাদেশের সর্বউত্তরের সীমান্ত বেষ্টিত প্রান্তিক জেলা পঞ্চগড়ের প্রাকৃতিক সৌন্দর্যের রক্ষায় পাথর উত্তোলনে ব্যবহৃত নিষিদ্ধ ড্রিল ড্রেজার বা বোমা নামক মেশিন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

দিনে রাতে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এ সমস্ত নিষিদ্ধ মেশিন দিয়ে সমতল ভূমি, নদী, খাল, সরকারি খাস জমি এমনকি নদীর ভূমি রক্ষা বাঁধ ভেঙে দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। নিষিদ্ধ এ সমস্ত মেশিন বন্ধে গত কাল ১৪ জানুয়ারী রবিবার সন্ধায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পাথর উত্তলনে ব্যবহৃত ৫টি ড্রেজার বা বোমা মেশিন সরঞ্জামসহ ভেঙ্গে জ্বালিয়ে দেয়।

পঞ্চগড়ের সদর উপজেলার নতুন হাট মাঝিপাড়া এলাকার চাওয়াই নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ সমস্ত পাথর উত্তলনে ব্যবহারিত অবৈধ ড্রেজার বা বোমা মেশিন সরঞ্জামসহ আটক করা হয়। প্রশাসন ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই স্বার্থান্বেষী ড্রেজারের মালিকরা কল বাহিনীর দ্বারা অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।

অভিযানে এ সময় ২০জন পুলিশ সদস্য নিয়ে জেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা।

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি