ডিএনসিসি নির্বাচন, ভোট নিয়ে সংশয়ে বিএনপি

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ নির্বাচনে ভোটাররা আদৌ ভোট দিতে পারবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা ও সন্দেহ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ নির্বাচনে ভোটাররা আদৌ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা ও সন্দেহ রয়েছে। কেননা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন মানে ভোটারদের ভোটের অধিকার হরণ করা। তারপরও সংকুচিত গণতন্ত্রকে সম্প্রসারণ করতে আমরা যতটুকু সুযোগ পাচ্ছি আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনে অংশ নিচ্ছি।

জনগনের ভোটারাধিকার নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান রিজভী। বিএনপির এই নেতা বলেন, ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন আমরা দেখেছি। যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যেমনভাবে ২০১৪ সালে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দানবীয় কায়দায় ভোটাধিকার হরণ করা হয়েছিল। আজও যা দুঃস্বপ্ন হয়ে আছে।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে গণতন্ত্রের কোনো স্পেস নেই। এই স্বৈরাচারী সরকার লোক দেখানোর জন্য মাঝে মাঝে নির্বাচন নামক শিরোনাম ব্যবহার করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।