মন্ত্রিসভায় ‘রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭’ খসড়া অনুমোদন

রাইডশেয়ারিং সার্ভিস পরিচালনার জন্য গাড়ির মালিককে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে সনদ নেয়ার বিধান রেখে ‘রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই নীতিমালার খসড়াটি উপস্থাপন করেছিল।

উবারসহ অন্যরা রাইড শেয়ারিং সার্ভিস পরিচালনা করছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সার্ভিস পরিচালনার জন্য বিআরটিএ থেকে সনদ নিতে হবে। মোটরযানের মালিক এই সার্টিফিকেট নেবেন।’

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com