বাগদাদে ভয়াবহ বোমা হামলা, নিহত ৩৮

ইরাকের রাজধানী বাগদাদে আজ (সোমবার) সকালে ভয়াবহ জোড়া বোমা হামলায় অন্তত ৩৮ জন নিহত ও ১০৫ জন আহত হয়েছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর বাগদাদ যখন অনেকটা শান্ত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছিল তখন নতুন করে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো।

বাগদাদের তাইয়ারান চত্বরে এ হামলা হয়েছে। ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ডের মুখপাত্র জেনারেল সাদ মান জানিয়েছেন, ব্যস্ত এই চত্বরে ভিড়ের মধ্যে দুই ব্যক্তি আত্মঘাতী হামলা চালায়। তাইয়ারান চত্বর হচ্ছে বাগদাদের খুবই ব্যস্ত বাণিজ্যিক এলাকা। ভোরের দিকে দিনমজুরেরাও কাজের সন্ধানে সেখানে জড়ো হন। এর আগে কয়েকবার এই চত্বরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে।

আজকের হামলার বিষয়ে কোনো গোষ্ঠী দায়িত্ব স্বীকার করে নি। শনিবারও রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে বোমা হামলায় অন্তত আট ব্যক্তি নিহত হন। গত ৯ ডিসেম্বর দায়েশের বিরুদ্ধে ইরাক সরকার চূড়ান্ত বিজয় ঘোষণা করলেও এখনো কিছু ছোটখাটো এলাকায় সন্ত্রাসীদের অবস্থান রয়েছে।