জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রণব মুখার্জি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আজ (সোমবার) বেলা সোয়া ১১টার দিকে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে যান। এরপর তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে কিছু সময় কাটানোর পর গণভবনের উদ্দেশে রওনা দেন প্রণব মুখার্জি।

গণভবনে পৌঁছে প্রধানমন্ত্রী শেক হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি। দুপুরের খাবার খেয়ে গণভবনে থেকে বের হওয়ার কথা রয়েছে তার। উল্লেখ্য, ঢাকা সাহিত্য সম্মেলনের আমন্ত্রণে পাঁচ দিনের ব্যক্তিগত সফরে ঢাকায় এসেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

১৪ জানুয়ারি বিকেল ৪টায় জেট এয়ারলাইন্সের একটি বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। আগামী ১৮ জানুয়ারি তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।