বরগুনা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ৮ম শ্রেণীর ছাত্রীকে পিটিয়ে আহত

বরগুনা সদর উপজেলা ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের হরিদ্রাবাড়ীয়া গ্রামের শুক্রবার বিকালে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষ দর্শিরা জানিয়েছেন ঐ এলাকার মৃত হাসেম ফরাজির ছেলে কাসেম মাষ্টার ফরাজি ও তার স্ত্রী মমতাজ বেগম বিকাল অনুমানিক ৫ টার সময় সোনিয়াকে ডেকে বাড়ীতে নিয়ে বেধরক মারধর করে।

সোনিয়ার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহত সোনিয়াকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে মহিলা ওয়ার্ডে ৪নং বেডে চিকিৎসাধীন আছে। সোনিয়া ডেইলি মেইল ২৪ কে জানিয়েছেন, আমি গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। দু’দিন পূর্বে পাশের বাড়ীর কাসেম দাদুর কলাগাছ খেয়েছে আমাদের গরুতে, কাসেম মাষ্টার গরু না পেয়ে ক্ষিপ্ত হয়ে আমাকে কাসেম মাষ্টার ও তার স্ত্রী এরা দু’জনে মিলে আমাকে বেধরক মারধর করে আমার পড়োনের জামাকাপড় টেনে হিছড়ে ছিড়ে ফেলে এবং শিলহানিতা করে। পরে স্থানীয় লোকজন তাদের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

সোনিয়া আরোও বলেন, আমার বাবা গরীব মানুষ মামলা করতে ভয় পান আমি মাননীয় বরগুনা পুলিশ সুপার মহোদয়ের কাছে আবেদন করছি যাতে আমি ন্যায় বিচার পেতে পারি।

মেহেদী হাসান, বরগুনা প্রতিনিধি