ফরিদপুরের পদ্মা পাড়ে ঐতিহ্যবাহী গরু দৌঁড় প্রতিযোগীতা

লাঠি খেলা, গরুর রশি ছেড়ার মধ্যদিয়ে ফরিদপুর চরভদ্রাসনে পৌষ সংক্রান্তীর আনন্দ মেলা গরুর আড়ং ও গরু দৌঁড় প্রতিযোগীতা আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বিশাই মাতুব্বরের ডাঙ্গীর পদ্মা পাড়ের ভাঙ্গার মাথা নামক স্থানটি প্রায় দশ হাজার দর্শকের মিলন মেলায় পরিণত হয়।

চরহরিরামপুর ইউপির চেয়ারম্যান আমীর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রমান চৌধুরী নিক্সন। বিশেষ অতিথি ছিলেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: সাহাদাত হোসেন,সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হারেজুর রহমান হারেজ, চরভদ্রাসন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান কে এম ওবায়দুল বারি দিপু প্রমূখ।

মোঃ মোতালেব মোল্যার উপস্থাপনায় উক্ত আড়ং অনুষ্ঠানে মোট ৪২ টি গরু এই প্রতিযোগিতায় অংশ নেয় তাদের মধ্যে বিচারকদের বিচারের ভিত্তিতে ১ম পুরস্কার ১৬ইঞ্চি ২য় পুরস্কার ১৪ ইঞ্চি কালার টিভি ও তৃতীয় পুরস্কার গ্যাসের চুল দেওয়া হয়। সেই সাথে প্রতিটি গরুর মালিককে সান্তনা পুরস্কার হিসেবে একটি করে বালতি দেওয়া হয়।

প্রসঙ্গত স্থান ভেদে দেশের একেক অঞ্চলে গরু দাবরানী, গরুদৌঁড়, গরুর রশি ছেড়া,বা আড়ং নামের এই প্রতিযোগিতা বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্যে পরিচয় তুলে ধরে। একটি খুঁটির সাথে গরুর রশি বাঁধা থাকে পরে গরুকে দাবার দিলে সে রশি ছিড়ে যায়। পরে ঐ রশি বিচারকদের কাছে দিতে হয়। প্রাপ্ত নম্বারের ভিত্তিতে প্রতিযোগীদের নির্বাচিত করা হয়।

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি