পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যার অভিযোগ

জেলার রাজারহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম এলাকার পল্লী চিকিৎসক আমিনুল ইসলামের ছাগল বাদশা মিয়ার আলু ক্ষেত নষ্ট করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাদশা মিয়া ও তার লোকজন পল্লী চিকিৎসক আমিনুলকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমিনুলকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার সময় তিনি মারা যান।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করার পর ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন রাজারহাট থানার ওসি মোখলেসুর রহমান।

মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি