শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণে দায়িত্ব দেয়া হল ২০ কর্মকর্তাকে

সারাদেশে বয়ে চলছে শৈত্যপ্রবাহ। দেশের উত্তরাঞ্চল তেঁতুলিয়ায় গতকাল সোমবার (৮ জানুয়ারি) ৫০ বছরের সর্বনিম্ন ২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। পৌষের এমন শীতে কাঁপছে দেশ। এ পরিস্থিতিতে শীত প্রবণ ২০ জেলায় শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণে ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে চলমান শৈত্যপ্রবাহ ও মানবিক সহায়তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ তথ্য জানান। মন্ত্রী জানান, শীতার্তদের জন্য এখন পর্যন্ত মোট ২৮ লাখ পিস কম্বল ও ৮০ হাজার পিস শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী জানুয়ারিতে আরও দুটি শৈত্যপ্রবাহ আসছে বলেও জানান তিনি।