বিমান ও নৌঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলা রুখে দিয়েছে রুশ সেনারা

সিরিয়ায় অবস্থিত রাশিয়ার বিমান ও নৌঘাঁটিতে উগ্র সন্ত্রাসীদের ড্রোন হামলার প্রচেষ্টা রুখে দিয়েছে রুশ সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেন, শনিবার রাতে সন্ত্রাসীরা অন্তত ১৩টি ড্রোন দিয়ে রাশিয়ার বিমান ও নৌ ঘাঁটির ওপর আগ্রাসন চালানোর চেষ্টা করে। এর মধ্যে ১০টি ড্রোন সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাতাকিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে হামলার চেষ্টা করে। আর তিনটি ড্রোন তারতুস নৌ ঘাঁটিতে হামলার প্রচেষ্টা চালায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপদ দূরত্বে থাকতেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলোকে শণাক্ত করা হয় এবং পানজির-এস ক্ষেপণাস্ত্র দিয়ে সাতটি ড্রোন ভূপাতিত করা হয়। এছাড়া, রুশ ইলেক্ট্রেনিক ওয়ারফেয়ার ইউনিটের সদস্যরা বাকি ছয়টি ড্রোনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় এবং সেগুলোকে নিচে নামিয়ে আনে।

তবে এর মধ্যে তিনটি ড্রোন মাটিতে নামার সময় পড়ে গিয়ে বিধ্বস্ত হয়েছে এবং তিনটি ড্রোন অক্ষত অবস্থায় ধরা হয়েছে। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় রাশিয়ার কোনা ঘাঁটির ক্ষতি হয় নি বরং স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে।