দামেস্কের কাছে নিজেদের সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে সিরিয়া
রাজধানী দামেস্কের কাছে অবস্থিত একটি সামরিক ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে সিরিয়ার সেনারা। এ খবর দিয়েছে ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
গত নভেম্বর মাসে সন্ত্রাসী গোষ্ঠী আহরার আশ-শাম এ ঘাঁটিতে হামলা চালায় এবং ঘাঁটিটি অবরুদ্ধ করে রাখে। তবে সিরিয়ার এলিট ফোর্স বড় ধরনের অভিযান শুরুর কয়েকদিনের মধ্যে ঘাঁটিটি পুনরুদ্ধার করতে সক্ষম হলো। ঘাঁটিটি দামেস্কের কাছে পূর্ব গৌতা এলাকায় অবস্থিত।
ধারণা করা হচ্ছিল- গত ৩১ ডিসেম্বর সন্ত্রাসীরা ঘাঁটির ওপর তাদের নিয়ন্ত্রণ ব্যাপক করে এবং কমপক্ষে ২০০ সেনা ওই ঘাঁটির মধ্যে আটকা পড়েছিল। সিরিয়ান অবজারভেটরি জানায়, একটি সুড়ঙ্গ পথে সেনারা ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম হয়। পরে সরকারি সেনা ও সন্ত্রাসীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ শুরু হয় এবং এক পর্যায়ে সেনারা ঘাঁটির দখল নিতে সক্ষম হয়। সংঘর্ষে বহু সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে।