ইয়াবা সেবনের অভিযোগে ঢাবির ছাত্রলীগ নেতা বহিষ্কার
ইয়াবা সেবনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক হাসিবুর রহমান তুষারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ছাত্রলীগের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
এর আগে নিজ রুমে বসে তুষারের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি আমলে নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। তবে অভিযুক্ত তুষারের দাবি ওই ছবিটি তার নয়, এটি এডিট করা।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]dailymail24.com