ফরাসি কাপে রেনকে উড়িয়ে দিল পিএসজি

এ বছরের উড়ন্ত সূচনা করলো প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। ফরাসি কাপে রেনকে একেবারে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে জায়ান্টরা। এই জয়ে অবশ্য ফরাসি কাপের শেষ ৩২-এ স্থান পেয়েছে উনাই উমেরির দল। এদিনসন কাভানির অনুপস্থিতি এক মুহূর্তের জন্যও বুঝতে দিলেন না নেইমার, কিলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়া। তিন জনেই করলেন দুটি করে গোল। তাতে ফরাসি কাপে রেনের বিপক্ষে পিএসজিও পেল বিশাল জয়।

রোববার রাতে লিগ ওয়ানে নবম স্থানে থাকা ক্লাব রেনকে তাদেরই মাঠে ৬-১ উড়িয়ে ফরাসি কাপের শেষ ৩২-এ উঠেছে উনাই এমেরির দল। ম্যাচের ষষ্ঠ মিনিটে দানি আলভেসের কাটব্যাক ছয় গজ বক্সের মুখে পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন এমবাপে। তবে নিজেদের অর্ধ থেকে উড়ে আসা বল ডি-বক্সে পেয়ে দুই মিনিট পরেই দলকে এগিয়ে দেন ফরাসি এই ফরোয়ার্ড। ১৭তম মিনিটে মার্কো ভেরাত্তির পাস পেয়ে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। চার মিনিট পর ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের একটি শট ক্রসবারে লাগে।

একের পর এক আক্রমণ শাণাতে থাকা পিএসজির পরের গোলটি আসে ২৪ মিনিটে। বাম প্রান্ত থেকে ইউরি বারচিচের ক্রস থেকে গোল করেন ডি মারিয়া। বিরতিতে যাওয়ার আগে আবার ব্যবধান বাড়ান নেইমার। পরের অর্ধে অবশ্য ধার কমে আসে পিএসজির। সেই সুযোগে স্পট কিক থেকে গোল করে রেন বেঞ্জামিন। তারপরেও থেমে থাকেনি পিএসজির আক্রমণ। এই অর্ধে আরও দুবার জালে বল পাঠায় তারা। একটি করেন ডি মারিয়া আরেকটি করেন এমবাপে।