পুলিশ সপ্তাহ ২০১৮ এর ৫দিন ব্যাপী আয়োজন

‘জঙ্গি, মাদকের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে নিয়ে সোমবার (৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০১৮। এই পুলিশ সপ্তাহ চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। ৮ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠিত হয় রাজারবাগ পুলিশ লাইনসে।

২০১৭ সালে পুলিশি সেবার মাধ্যমে ভালো কাজ করায় ২০১৮ সালের পুলিশ সপ্তাহে ‘আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ’ পেয়েছেন ৩২৯ জন পুলিশ সদস্য। ভালো কাজের মানদন্ড বিবেচনা করে মোট ৬ টি ক্যাটাগরিতে ৩২৯ জন পুলিশ সদস্যদের আগামী ১০ জানুয়ারি রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে পড়িয়ে দেয়া হবে আইজিপি ব্যাজ ২০১৮।

পুলিশ সপ্তাহের ২য় দিন অর্থাৎ ৯ জানুয়ারি থাকছে আইসিসি সম্মেলন কেন্দ্রে সকাল ৯.৪৫ টায় ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মেলন। ১৪.৩০ টায় রাজারবাগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সন্ধ্যা ১৮.৩০টায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণের সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মেলন। তারপর ১৯.৩০টায় একই স্থানে এই প্রথমবারের মত ঊর্ধ্বতন পুলিশ অফিসারগনের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীবর্গের সম্মেলন।

১০ জানুয়ারি (বুধবার) সকাল ০৮.০০ টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে শিল্ড প্যারেডের ফাইনাল প্রতিযোগিতা, সকাল ১২.০০ টায় বঙ্গভবনে ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণের উদ্দেশ্যে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ, ১৩.১৫ টায় রাজারবাগ মাঠে আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র বা মাদক উদ্ধার প্রভৃতি পুরস্কার বিতরণ এরপর বেলা আড়াই টায় রাজারবাগ মাঠে প্রীতিভোজ, বিকাল সাড়ে তিনটায় রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে থাকছে এসবি’র সাথে বিশেষ সভা, একইস্থানে সিআইডি’র সাথে বিশেষ সভা হবে বেলা ১৬.৩০টায়, এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজারবাগ পুলিশ লাইন্সে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারগণের সাথে পুনর্মিলনীর মাধ্যমে শেষ হচ্ছে তৃতীয় দিনের কার্যক্রম।

পুলিশ সপ্তাহের ৪র্থ দিন অর্থাৎ (১১ জানুয়ারী) বৃহস্পতিবার থাকছে সকাল ১০.০০ টায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের সাথে আইজিপি মহোদয়ের সম্মেলন, দুপুর একটায় মধ্যহ্নভোজ, এরপর বেলা ১৫.৩০ টায় বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা গঠণ হবে নতুন কমিটি।

পুলিশ সপ্তাহের শেষদিন অর্থাৎ ১২ জানুয়ারী, ২০১৮ আইন শৃঙ্খলা ও অপরাধ সংক্রান্ত মতবিনিময় সভা বাংলাদেশ পুলিশ অফিসার্স মেস এবং বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের পুলিশ সপ্তাহ ২০১৮।