‘ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক পাকিস্তান জন্য ক্ষতিকর’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১ জানুয়ারি ২০১৮ সালে নিজের প্রথম টুইটার বার্তায় আফগান সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেন। সেইসঙ্গে তিনি ইসলামাবাদকে ২৫ কোটি ৫০ লাখ ডলারের আর্থিক অনুদান বন্ধ করে দেয়ার ঘোষণা দেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মাদ আসিফ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক অব্যাহত থাকলে পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে।

তিনি রোববার মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি জানান, মার্কিন সরকার বিগত বছরগুলোতে পাকিস্তানকে ধোঁকা দিয়ে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে।

এর আগে খাজা মোহাম্মাদ আসিফ শুক্রবার বলেছিলেন, আমেরিকা কঠিন সময়ে পাকিস্তানকে একা ফেলে রাখার পরও ইসলামাবাদ ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে।

২০১৭ সালের আগস্ট মাসে ট্রাম্প প্রশাসনের একই ধরনের অভিযোগের ভিত্তিতে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে।