আনুষ্ঠানিকভাবে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
‘জঙ্গি, মাদকের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে নিয়ে সোমবার (৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০১৮। এই পুলিশ সপ্তাহ চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। ৮ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠিত হয় রাজারবাগ পুলিশ লাইনসে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। এর পর সকাল ১০.৩০ টায় রাজারবাগে নব নির্মিত পুলিশ অডিটরিয়াম উদ্বোধন করেন। আইন শৃংখলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকান্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারী ও ব্যক্তিগত কর্মকান্ড দিয়ে পুলিশ বাহিনীর ইমেজ বৃদ্ধিকরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখছেন পুলিশ বাহিনীর সদস্যরা। তাদের অবদানের স্বীকৃতিস্বরুপ ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ প্রতিবছর ঐসকল পুলিশ সদস্যদের আইজিপি ব্যাজ পড়িয়ে সম্মানিত করেন।
২০১৭ সালে পুলিশি সেবার মাধ্যমে ভালো কাজ করায় ২০১৮ সালের পুলিশ সপ্তাহে ‘আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ’ পেয়েছেন ৩২৯ জন পুলিশ সদস্য। ভালো কাজের মানদন্ড বিবেচনা করে মোট ৬ টি ক্যাটাগরিতে ৩২৯ জন পুলিশ সদস্যদের আগামী ১০ জানুয়ারি রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে পড়িয়ে দেয়া হবে আইজিপি ব্যাজ ২০১৮।
বিগত এক বছরে পুলিশের জনবল বৃদ্ধি, নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, বিশেষায়িত ইউনিট গঠন, দক্ষতা বৃদ্ধি জঙ্গি দমনে সফলতা, জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন, মানুষের দৌড়গোরায় সেবা পৌঁছে দিতে কল সেন্টার ৯৯৯ এর উদ্বোধন এবং চালু, ডিজিটাল সেবা, কমিউনিটি পুলিশিং চালু, ফেসবুক চালুসহ অনেকগুলো কার্যক্রম শুরু করেছে। এছাড়া জাতিসংঘেও পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।