আজ রাতে ২০ দলের শীর্ষ নেতাদের বৈঠক
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বেগম খালেদা জিয়া। আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন নিয়ে বৈঠকে মেয়রপ্রার্থীর ব্যাপারে আলোচনা ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জোট সূত্রে জানা গেছে।
এই বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া সভাপতিত্ব করবেন।
গুলশান কার্যালয়ে আজ সোমবার রাত সাড়ে আটটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কয়েকজন বিএনপি নেতার সামনে উত্তরের মেয়রপ্রার্থী হিসাবে তাবিথ আউয়ালের নাম ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
অপর দিকে, সম্প্রতি জোট সঙ্গী জামায়াত উত্তরের মেয়রপ্রার্থী হিসাবে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের নাম দলীয় ফোরামে ঘোষণা দেন। যা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এই অবস্থার মধ্যে আজ সোমবার ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।