শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন অনশন চালিয়ে আসা শিক্ষকরা। এমপিওভুক্তির দাবিতে তারা গত ছয় দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করছেন।

আন্দোলনরত শিক্ষকদের সংগঠন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার জানান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান আজ শুক্রবার বিকালে অনশনস্থলে এসে প্রধানমন্ত্রীর আশ্বাসের বিষয়টি জানান। পরে শিক্ষকরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com