ভিশন-২১ বাস্তবায়নে থাইল্যান্ডের সঙ্গে এক হয়ে কাজ করবে বাংলাদেশ

নিন্ম-মধ্যবিত্ত থেকে মধ্যম আয়ের দেশ হয়ে ওঠার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ বাস্তবায়নে থাইল্যান্ডের সঙ্গে আরো এক হয়ে কাজ করবে বাংলাদেশ। বৃহস্পতিবার থাইল্যান্ড সফরে গিয়ে দেশটির অর্থমন্ত্রী আপিসাক তান্তিভোরাওয়াংয়ের সঙ্গে বৈঠককালে একথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

একযুগের অর্ধেকেরও বেশি সময় পর এই দুই দেশের অর্থমন্ত্রীদ্বয়ের এ বৈঠকে মুহিত আরো বলেন, থাইল্যান্ড ইতোমধ্যে মধ্যম আয়ের দেশ হয়ে দীর্ঘদিন ধরেই তার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, এক্ষেত্রে বাংলাদেশও একই পথে হেঁটে মধ্যম আয়ের দেশে পোঁছুতে চায়। এজন্য একে অপরের যুগোপযুগি সহায়তার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

থাইল্যান্ডের অর্থমন্ত্রী তার আলাপে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দুর্বার অগ্রগতির প্রশংসা করে বলেন, ‘আমরা ইতোমধ্যে মধ্যম আয়ের দেশ হওয়ার ক্ষেত্রে বৃহৎ প্রতিবন্ধকতাগুলো পার করে এসেছি। আশা করছি বাংলাদেশও তার বর্তমান অর্থনৈতিক সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠবে। এক্ষেত্রে আমরা বাংলাদেশকে যাবতীয় সহযোগিতা অব্যাহত রাখবো।’