কুড়িগ্রামে ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ করতে চাই’ এই স্লোগানকে ধারন করে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির আয়োজনে ৩৮তম জাতীয় সমাবেশের উদ্বোধনী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিয়ে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার ২০০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুভাস চন্দ্র বর্মন, কুড়িগ্রাম সদরের উপজেলা প্রশিক্ষক শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক মো. মাইদুল ইসলাম মুরাদ, ভুরুঙ্গামারীর উপজেলা প্রশিক্ষক হরিদাশী, উপজেলা প্রশিক্ষক শরিফুল ইসলাম, রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মো. জিয়াউর রহমান, নাগেশ্বরীর উপজেলা প্রশিক্ষক এরশাদুজ্জামান, মনিটরিং মাঠকর্মী মজাহারুল ইসলাম, ব্যাটালিয়নের পিসি জুলহাস, এপিসি দেলোয়ার হোসেনসহ অন্যান্য ব্যাটালিয়ন সদস্য ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি