শপথ নিলেন পটুয়াখালীর নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান

পটুয়াখালী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান মোহন শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বকুল হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় সংসদের চিফফ হুইপ আ স ম ফিরোজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ প্রধানমন্ত্রীর অফিসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com